‘FAR. U Motions Pictures’র যাত্রা শুরুজীবনের প্রথম সিরিয়াস কাজে প্যারা খেলাম ঠিকই কিন্তু সাফল্য এসেছিল এরপরেইআমরা ভাবছিলাম অন্ধভাবে কাজে নামলে আমাদের লক্ষ্য অধরাই থেকে যাবে। আরো লেখাপড়া করলাম, টিউটোরিয়াল দেখলাম। কিন্তু নিজের ক্যামেরা আর প্রাকটিস না থাকায় আত্মবিশ্বাসের অভাব ছিল। তবুও আবার একটা স্ক্রিপ্ট তৈরি করলামনাম দিলাম নেভার লুক ব্যাক

এই স্ক্রিপ্টেও রাহি আর ফয়সালের অবদান অনেক ছিল। এই কাজেই প্রথম আনারুল ইসলাম ভাই এর সাথে যোগাযোগ করি, মাধ্যম আবার সিনেমা পিপলস এই কাজে বন্ধু শাকুরা নীতু প্রথম যুক্ত হয় আমাদের সাথে। যেহেতু ব্লু বার্ড ফিল্মসএ আমরা সফল হয়নি এবং নতুন একটি টিম গঠন হচ্ছে, তাই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিলাম।

নাম বদলে রাখলাম ‘FAR. U Motions Pictures’সম্পূর্ণ নতুন একটা টিম নিয়ে কাজ শুরু করলাম। কিন্তু প্রথম দিনে আবার প্যারা খেয়ে গেলাম! আনারুল ভাই খুব রেগে গেলেন আমার উপর। কারণ আমি শট ডিভিশন করিনি তখনও

আমি জানতাম না, শট ডিভিশন না করলে কি এমন ক্ষতি হয়। সেদিন যা শ্যুট হলো তাকে শ্যুট বললে ভুল হবে। আমি যেভাবে কল্পনা করেছিলাম তার কিছুই হয়নি। যাই হোক ভুল শুধরে এই প্রথম কোন কাজ আমি পুনরায় শ্যুট করাই এবং মোটামুটি তৃপ্ত হই।

মনে হচ্ছিলো এবার সত্যিই আমি কিছু শিখতে পেরেছি এবং কাজটা সম্পন্ন করতে পেরেছি। কাজটি সিনেমা পিপলসএ শেয়ার করার পর অনেক প্রশংসায় ভাসালো, আবার অনেকেই গঠনমূলক সমালোচনা করল যা পরবর্তীতে আমার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিল আর স্বপ্নটাকেও আরো বিস্তৃত করলো

AUST’র ফারহান: একটি ফিল্মি জীবনের গল্প!!

স্পাইডারম্যান- 'ম ব্যাক’ বানাতেই ফিল্মে আসা!!প্রথম ফিল্মি অভিযানটা কেমন ছিল?ব্যর্থ অভিযানের পরের অনুপ্রেরণাসিনেমা পিপলস’!‘FAR. U Motions Pictures’র যাত্রা শুরুপ্যারা বাবাফরহান!!ফারহানের কাজের জগৎ ও অর্জনতরুণ নির্মাতারা অস্কার আনবে!!ক্যাম্পাস প্রতিনিধি


More news