IUBAT এ ফল সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরুইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড এগ্রিকালচার টেকনোলজিতে(IUBAT) শুরু হয়েছে ফল সেমিস্টারের ভর্তি কার্যক্রম। SSC এবং HSC এর ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালিত হবেএই ফলাফলের উপর ভিত্তি করেই স্কলারশিপ প্রদান করা হবে

যেসব সাবজেক্টে ভর্তির সুযোগ থাকছে:

. MBA (Masters of Business Administration)

. BBA (Bachelor of Business Administration)

. BATHM (Bachelor of Arts and Tourism and Hospitality Management)

. BCSE (Bachelor of Computer Science and Engineering)

. BSCE (Bachelor of Science in Civil Engineering)

. BSEEE (Bachelor of Science in Electrical and Electronics Engineering)

. BSME (Bachelor of Science in Mechanical Engineering)

. BAEcon (Bachelor of Arts in Economics)

. BSAg (Bachelor of Science in Agriculture)

১০. BSN (Bachelor of Science in Nursing)

১১. DCSE (Diploma in Computer Science and Engineering)

১২. DIA (Diploma in Accounting)

HSC এবং SSC উভয় পরীক্ষাতেই জিপিএ-৫ থাকলে থাকছে বিনা খরচে পড়ার সুযোগ। আর যদি জিপিএ-৫ নাও থাকে তবে ভালো ফলাফলের উপর ভিত্তি করে থাকছে স্কলারশিপ। আর মেয়েদের জন্য রেজাল্ট যাই হোক না কেন অন্তত ১৫% স্কলারশিপ থাকছেই

চাকরিজীবীদের জন্য আছে বিশেষ সুবিধা। তারা সান্ধ্যকালীন ব্যাচে ভর্তি হতে পারবেন। এই সান্ধ্যকালীন প্রোগ্রাম শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এবং এমবিএ এর শিক্ষার্থীদের জন্য।

এছাড়াও IUBAT এর আরও কিছু সুযোগ সুবিধা:

v সুদক্ষ শিক্ষক-শিক্ষিকা

v সমৃদ্ধ ল্যাব

v ডিজিটাল ক্লাসরুম

v সমৃদ্ধ লাইব্রেরি

v প্রত্যেক শিক্ষার্থীর জন্য হেলথ ইন্স্যুরেন্স

v পুরো ক্যাম্পাস একটি ওয়াই-ফাই জোন

v শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ট্রান্সপোর্ট সুবিধা আছে যা সম্পূর্ণ ফ্রি। ছোট বড় সব মিলে প্রায় ৩৫টি বাস আছে যা ঢাকা সহ গাজীপুর এবং সাভার থেকেও স্টুডেন্ট আনা নেয়া করে।

v ১৭ বিঘা জমির উপর স্থায়ী সবুজ ক্যাম্পাস। এখানে আছে দুটি ফুটবল খেলার মাঠ, অডিটোরিয়াম হল, ক্যান্টিন, মাছ গবেষণার জন্য পুকুর।  

ক্যাম্পাস প্রতিনিধি


More news