NSU’র মূখর: ফটোগ্রাফিতে আমি এখনো শিক্ষানবিশ!পুরো নাম অনিরুদ্ধ হক মূখর আর ডাকনাম শুধু মূখর। দেশের বাড়ি কিশোরগঞ্জে কিন্তু বড় হয়েছেন ঢাকার খিলগাঁয়ে মতিঝিল আইডিয়াল থেকে স্কুল জীবন শেষ করেন আর কলেজ জীবন কাটে ঢাকা কলেজে।

বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিপার্টমেন্টের ৩য় বর্ষের একজন শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি মূখরের পেশা কিংবা নেশা যাই বলি না কেন, সেটা হলো ফটোগ্রাফিঅবসর পেলেই মেতে উঠেন ফটোগ্রাফি নিয়েক্যাম্পাসের আর্থ ক্লাবের যত ছবি তার প্রায় সবগুলোই মূখরের ক্লিক

আজ আমাদের আমাদের আড্ডায় থাকছে NSU’র এই তরুণ ক্লিকবাজ!!

ফটোগ্রাফিতে হাতেখড়িবর্তমান মূখর ও তার কিছু প্রাপ্তিযারা আছে অনুপ্রেরণায়ছবি তুলতে গিয়ে স্মরণীয় ঘটনাফটোগ্রাফি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাক্যাম্পাস প্রতিনিধি 


More news