IUBAT’র স্থায়ী সবুজ ক্যাম্পাসে তোমাদের স্বাগতমইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে(IUBAT) ভর্তি কার্যক্রম চলছে। প্রতিবারের মতো এবারও SSC এবং HSC এর ফলাফলের উপর ভিত্তি করে দেয় হচ্ছে স্কলারশিপ।

১৯৯১ সালে যাত্রা শুরু করা IUBAT বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। সাড়ে পাঁচ একর জমির উপর স্থায়ী সবুজ ক্যাম্পাস আর শিক্ষার্থীদের জন্য নিজস্ব ট্রান্সপোর্ট সুবিধা, এই বিশ্ববিদ্যালয়কে করে তুলেছে অনেকের থেকে আলাদা।

IUBAT’র স্কলারশিপ সহ নানা সুযোগ সুবিধা নিয়ে আমাদের আজকের আয়োজন।  

IUBAT’র প্রোগ্রামগুলো কি কি?


স্কলারশিপের যোগ্যতা ও পরিমান


IUBAT কি কি সুযোগ সুবিধা দেয়?


ভর্তির সকল তথ্যের জন্য যোগাযোগ


ক্যাম্পাস প্রতিনিধি


More news