IEEE AIUB স্টুডেন্ট ব্রাঞ্চের সদস্য সংগ্রহ শুরু হচ্ছেIEEE ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সব থেকে বড় সংস্থা। আর প্রতিবছরই এই সংস্থার সদস্য হিসেবে যোগদান করার সুযোগ থাকে। বাংলাদেশের সব থেকে বড় স্টুডেন্ট ব্রাঞ্চ AIUB–তে প্রতি ফল সেশনেই সদস্য সংগ্রহ করা হয়।

এই সেশনেও তার ব্যতিক্রম হয়নি। আগামী ২০ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত IEEE এর সদস্য সংগ্রহ শুরু হচ্ছে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত EEE বিল্ডিং বুথ খোলা থাকবে।

মেম্বার ফি হিসেবে সবাইকে ২৭০০ টাকা প্রদান করতে হবে এবং মেম্বারশিপ নবায়নের জন্যও একই পরিমাণ টাকা প্রদান করতে হবে।

ক্যাম্পাস প্রতিনিধি


More news