EWU’তে সামার প্রোগ্রামের ভর্তি প্রক্রিয়া শুরুইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সামার প্রোগ্রামে(Summer-2016) ভর্তি শুরু হচ্ছেএপ্রিলের ১৩ তারিখের মধ্যে ভর্তি ফরম পূরণ করে জমা দিতে হবে ভর্তি পরীক্ষা হবে ১৬ই এপ্রিল ২০১৬, ইউনিভার্সিটির ক্যাম্পাসে।


ভর্তির জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রোগ্রামে সিজিপিএ ২.৫০ বা এর অধিক হতে হবে। প্রার্থীদের ফাইনাল সিলেকশন হবে অ্যাডমিশন টেস্টে ৭৫% নম্বর, এসএসসির ১০% ও এইচএসসি’র ১৫% নম্বরের সমন্বিত স্কোরের মাধ্যমে।


নতুন ভর্তি প্রোগ্রামে কিছুটা পরিবর্তনও এসেছে। ইকোনোমিক্স, ইংলিশ, সোসিওলজি ও ল’ বিভাগের ক্রেডিট ফি ৩৬০০ টাকা করা হয়েছেবিবিএ, ফার্মাসি ও জেনেটিক্সসহ সকল ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্রেডিট ফি ৪৯০০ টাকা করা হয়েছে

ভর্তি ফি ১৫ হাজার টাকা, যা অফেরতযোগ্য।

ক্যাম্পাস প্রতিনিধি


More news